পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)
উপ পরিচালকের কার্যালয়,ঠাকুরগাঁও অঞ্চল
(বক্ষ ব্যাধি হাসপাতালের পশ্চিম পার্শ্বে)
মির্জা রুহুল আমীন সড়ক,হাজীপাড়া,ঠাকুরগাঁও।
পিডিবিএফ-এর হালনাগাদকৃত সেবা প্রদান প্রতিশ্রুতি
১.ভিশন ও মিশন
ভিশনঃ পল্লীর দরিদ্র্য ও অসুবিধাগ্রস্থ জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও নারী পুরুষ সমতার বিকাশ সাধন।
মিশনঃ দরিদ্র ও সুবিধাবঞ্চিত গ্রামীন নারী-পুরুষদেরকে সংগঠিত করে নিয়মিত সঞ্চয় সংগ্রহের মাধ্যমে সদস্যদের পুঁজি গঠন, ঋণ সহায়তা প্রদানের মাধ্যমে তাদের অর্থনৈতিক
অবস্থার উন্নয়ন, প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা উন্নয়ন, আত্ম-কর্মসংস্থান সৃষ্টি এবং নারীর ক্ষমতায়ন ও সক্ষমতা বৃদ্ধি।
২. প্রতিশ্রুত সেবাসমূহ
২.১) নাগরিক সেবা
ক্রম |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ইমেইল) |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
১. |
সমিতির সদস্য হিসেবে অন্তভূর্ক্তিতে সহায়তা প্রদান |
১) সংশ্লিষ্ট সমিতির অভিষ্ঠ জনগোষ্ঠীর তথ্য সংগ্রহ ও যাচাই; ২) সমিতির দলনেত্রী ও সভানেত্রীর সুপারিশ গ্রহণ; ৩) সমিতি পর্যায়ে সদস্য পদ প্রাপ্তির জন্য তথ্য ফরম/আবেদনপত্র পূরণ; ৪) সমিতির সভায় আবেদনপত্র জমা; ৫) ইউডিবিও কর্তৃক সদস্য হিসেবে স্বীকৃতি প্রদান; ৬) সমিতিতে সদস্য হিসেবে ভর্তি ফি ও প্রাথমিক সঞ্চয় জমা। |
ভর্তির আবেদন পত্র জাতীয় পরিচয় পত্র পাসপোর্ট সাইজ ছবি পাশবহি প্রাপ্তিস্থান: উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তার কার্যালয় |
সদস্য ভর্তি ফি ২০/- টাকা |
চলমান প্রক্রিয়া |
উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সংশ্লিষ্ট মাঠ সংগঠক/ মাঠ কর্মকর্তা |
২. |
অভিষ্ঠ জনগোষ্ঠীদের সমিতি গঠনে সহায়তা প্রদান |
১) পল্লী অঞ্চলের কোন নির্দিষ্ট এলাকার অভিষ্ঠ জনগোষ্ঠীর তথ্য সংগ্রহ; ২) সমিতির সার্বিক কার্যক্রম সম্পর্কে তাদেরকে সম্যক ধারনা প্রদান; ৩) সদস্য পদ প্রাপ্তির জন্য তথ্য ফরম/আবেদনপত্র পূরণ; ৪) আবেদনপত্র জমা; ৫) প্রাথমিকভাবে কমপক্ষে ১৫ জন সদস্য সংগ্রহ; ৬) উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা (ইউডিবিও)কর্তৃক স্বীকৃতি প্রদান। |
ইউডিবিও কর্তৃক স্বীকৃতি পত্র প্রাপ্তিস্থান: উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তার কার্যালয় |
বিনামূল্যে |
সর্ব্বোচ্চ ৩ সপ্তাহ |
উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সংশ্লিষ্ট মাঠ সংগঠক/ মাঠ কর্মকর্তা |
৩. |
সঞ্চয় আহরণ ও সংহতি দল গঠণে সহায়তা প্রদান |
১) সমিতির সমমনা সদস্যদের উদ্বুদ্ধকরণের মাধ্যমে প্রতি ০৫ জন সদস্য নিয়ে ০১টি দল গঠন করা হয়; ২) বিভিন্ন ধরনের সঞ্চয় স্কীম (সা:সঞ্চয়, সোনালী সঞ্চয়, মেয়াদী সঞ্চয়, লাখপতি সঞ্চয়, নিরাপত্তা সঞ্চয় ইত্যাদি) সম্পর্কে সদস্যদেরকে ধারনা প্রদান; ৩) সমিতি সভাস্থলেই বিভিন্ন ধরনের সঞ্চয় কর্মসূচি গ্রহণের জন্য আবেদনপত্র পূরণ; ৪) সমিতি সভায় আবেদনপত্র জমা; ৫) সমিতি থেকে সুফলভোগী সদস্যদের নিকট থেকে সাপ্তাহিক সঞ্চয় সংগ্রহ; ৬) সদস্যদের প্রয়োজনে জমাকৃত সঞ্চয় সহজেই ফেরৎ প্রদান। |
ভর্তির আবেদন পত্র জাতীয় পরিচয় পত্র পাসপোর্ট সাইজ ছবি পাশবহি |
সঞ্চয় ফরম বিনামূল্যে পাশবহি মূল্য ১০/- টাকা প্রাপ্তিস্থানঃ উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তার কার্যালয়। |
চলমান প্রক্রিয়া |
উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা সংশ্লিষ্ট মাঠ সংগঠক/ মাঠ কর্মকর্তা |
৪. |
ক্ষুদ্র ঋণ প্রাপ্তি ও পরিশোধে সহায়তা প্রদান |
১) সমিতির সভায় ঋণের আবেদনপত্র পূরণ ও জমা; ২) আয়বর্ধণমূলক কর্মকান্ডে (আইজিএ) জামানত বিহীন ঋণ প্রদান ৩) ঋণের চাহিদা যাচাই; ৪) সমিতির দলনেতা/সভাপতি কর্তৃক ঋণের সুপারিশ; ৫) ঋণের সীমা: সর্বনিম্ন-১০,০০০/-ও সর্বোচ্চ-১,০০,০০০/- টাকা (পর্যায়ক্রমে); ৬) সমিতি থেকে ঋণের কিস্তি সংগ্রহ; ৭) ঋণের মেয়াদ-০১ বছর। |
১) ঋণের আবেদনপত্র; ২) অঙ্গীকার নামা; ৩) ডিপি নোট; ৪) ঋণ বিতরন খতিয়ান |
ঋণের আবেদন ফি: ১০/- (দশ) টাকা প্রাপ্তিস্থানঃ উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তার কার্যালয়। |
০৩-০৫দিন |
উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা হিসাব কর্মকর্তা সংশ্লিষ্ট মাঠ সংগঠক/মাঠ কর্মকর্তা |
৫. |
নারী উদ্যোক্তা উদ্দীপন ও উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে ঋণ প্রাপ্তিতে সহায়তা প্রদান |
১) সমিতি সভায় ঋণের আবেদনপত্র পূরণ ও জমা; ২) আয়বর্ধণমূলক কর্মকান্ড (আইজিএ) ভিত্তিক জামানত বিহীন ঋণ প্রদান; ৩) ঋণের চাহিদা যাচাই; ৪) ঋণের সীমা: সর্বনিম্ন-৫০,০০০/- ও সর্বোচ্চ-১,৫০,০০০/- টাকা পর্যায়ক্রমে); ৫) সমিতির সভায় ঋণের মাসিক কিস্তি সংগ্রহ; ঋণের মেয়াদ-০১ বছর। |
১) ঋণের আবেদনপত্র; ২) অঙ্গীকার নামা; ৩) ডিপি নোট; ৪) ঋণ বিতরন খতিয়ান |
ঋণের আবেদন ফি: ১০/- (দশ) টাকা প্রাপ্তিস্থানঃ উপজেলা কার্যালয়,পিডিবিএফ। |
০৩-০৫দিন |
উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা হিসাব কর্মকর্তা সংশ্লিষ্ট মাঠ সংগঠক/মাঠ কর্মকর্তা |
৬ |
উদ্যোক্তা উদ্দীপন ও ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ (সেলপ) প্রাপ্তিতে সহায়তাপ্রদান |
ক্ষুদ্র উদ্যোক্তা/ব্যবসায়ীর তথ্য সংগ্রহ; উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা (ইউডিবিও) কর্তৃক তথ্য যাচাই; ঋণ প্রাপ্তির জন্য আবেদন ফরম পূরণ; ইউডিবিও কর্তৃক সুপারিশসহ ঋণের আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র উপ পরিচালকের কার্যালয়ে প্রেরণ; উপপরিচালক/ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কর্তৃক সরেজমিনে উদ্যোক্তা যাচাই। উপপরিচালক/ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কর্তৃক প্রস্তাবিত ঋণ অনুমোদন; অনুমোদিত ঋণের কাগজপত্র সংশ্লিষ্ট উপজেলা কার্যালয়ে প্রেরণ; ঋণের সীমা: সর্বনিম্ন-৫০,০০০/- ও সর্বোচ্চ-১০,০০,০০০/-টাকা পর্যন্ত (পর্যায়ক্রমে ও আইজিএ’র ধরণ বিবেচনা সাপেক্ষে); ৯) উদ্যোক্তার স্বাক্ষর গ্রহণপূর্বক উদ্যোক্তাকে ঋণের নিয়মাচার অনুযায়ী চেক প্রদান। |
১. ঋণের আবেদনপত্র; ২. আবেদনকারী ও জামিনদারের জাতীয় পরিচয়পত্রের কপি; ৩. ট্রেড লাইসেন্সের ফটোকপি; ৪. জমির মূল দলিল; ৫. জামানতনামা ও হলফনামা; ৬. ঋণ সংক্রান্ত অন্যান্য কাগজপত্র: ৭. বিদ্যুৎ বিলের কপি; ৮. মজুদ মালের বিবরণ: জরিপ প্রতিবেদন |
ঋণের আবেদন ফি: ১০০/- (একশত) টাকা এ্যাপ্রাইজাল ফি: ঋণের ১% প্রাপ্তিস্থানঃ উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তার কার্যালয়। |
৫-১০ দিন |
পরিচালক/যুগ্ম পরিচালক , মাঠ পরিচালন, প্রধান কার্যালয় উপ পরিচালক (সংশ্লিষ্ট) উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা হিসাব কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা (সেল্প) |
৭ |
কোভিড-১৯ প্রণোদনা ঋণ কর্মসূচি |
১. ক্ষুদ্র, কুটির, মাঝারী উদ্যোক্তা/ব্যবসায়ীর তথ্য সংগ্রহ; ২. উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা (ইউডিবিও) কর্তৃক তথ্য যাচাই; ৩. ঋণ প্রাপ্তির জন্য আবেদন ফরম পূরণ; ৪. ইউডিবিও কর্তৃক সুপারিশসহ ঋণের আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র উপ পরিচালকের কার্যালয়ে প্রেরণ; ৫. উপপরিচালক/ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কর্তৃক সরেজমিনে উদ্যোক্তা যাচাই। ৬. উপপরিচালক/ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কর্তৃক প্রস্তাবিত ঋণ অনুমোদন; ৭. অনুমোদিত ঋণের কাগজপত্র সংশ্লিষ্ট উপজেলা কার্যালয়ে প্রেরণ; ৮. ঋণের সীমা: সর্বনিম্ন-৫০,০০০/- ও সর্বোচ্চ-১০,০০,০০০/-টাকা পর্যন্ত (পর্যায়ক্রমে ও আইজিএ’র ধরণ বিবেচনা সাপেক্ষে); ৯. উদ্যোক্তার স্বাক্ষর গ্রহণপূর্বক উদ্যোক্তাকে ঋণের নিয়মাচার অনুযায়ী চেক প্রদান। |
১. ঋণের আবেদনপত্র; ২. আবেদনকারী ও জামিনদারের জাতীয় পরিচয়পত্রের কপি; ৩. ট্রেড লাইসেন্সের ফটোকপি; ৪. জমির মূল দলিল (প্রযোজ্য ক্ষেত্রে); ৫. জামানতনামা ও হলফনামা; ৬. ঋণ সংক্রান্ত অন্যান্য কাগজপত্র: ৭. বিদ্যুৎ বিলের কপি; ৮. মজুদ মালের বিবরণ: ৯. জরিপ প্রতিবেদন |
ঋণের আবেদন ফি: ১০০/- (একশত) টাকা এ্যাপ্রাইজাল ফি: ঋণের ০.৫% ঝুঁকি নিরসন বীমা: ১% প্রাপ্তিস্থানঃ উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তার কার্যালয়। |
৫-৭ দিন |
পরিচালক/বিভাগীয় প্রধান/যুগ্ম পরিচালক , মাঠপরিচালন, প্রধান কার্যালয় উপ পরিচালক (সংশ্লিষ্ট) উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা হিসাব কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা |
৮ |
কৃষি জীবিকায়ন ঋণ কর্মসূচি |
১. কৃষি ভিত্তিক উৎপাদনমূখী কর্মকান্ডে নিয়োজিত ব্যক্তিদের তথ্য সংগ্রহ; ২. উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা (ইউডিবিও) কর্তৃক তথ্য যাচাই; ৩. ঋণ প্রাপ্তির জন্য আবেদন ফরম পূরণ; ৪. ইউডিবিও কর্তৃক সুপারিশসহ ঋণের আবেদন ও প্রয়োজনীয় কাগজপত্র উপ পরিচালকের কার্যালয়ে/ প্রধান কার্যালয়ে প্রেরণ; ৫. উপপরিচালক/ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কর্তৃক সরেজমিনে উদ্যোক্তা যাচাই। ৬. উপপরিচালক/ঊর্ধ্বতন কর্মকর্তাগণ কর্তৃক প্রস্তাবিত ঋণ অনুমোদন; ৭. অনুমোদিত ঋণের কাগজপত্র সংশ্লিষ্ট উপজেলা কার্যালয়ে প্রেরণ; ৮. ঋণের সীমা: সর্বনিম্ন-৫০,০০০/- ও সর্বোচ্চ-১০,০০,০০০/-টাকা পর্যন্ত; দলগতভাবে ঋণসীমা: ২৫,০০,০০০/- টাকা পর্যন্ত (পর্যায়ক্রমে ও আইজিএ’র ধরণ বিবেচনা সাপেক্ষে); ৯. সদস্যের স্বাক্ষর গ্রহণপূর্বক ঋণের নিয়মাচার অনুযায়ী চেক প্রদান। |
১. ঋণের আবেদনপত্র; ২. আবেদনকারী ও জামিনদারের জাতীয় পরিচয়পত্রের কপি; ৩. ট্রেড লাইসেন্সের ফটোকপি; ৪. জমির মূল দলিল (প্রযোজ্য ক্ষেত্রে); ৫. জামানতনামা ও হলফনামা; ৬. ঋণ সংক্রান্ত অন্যান্য কাগজপত্র: ৭. বিদ্যুৎ বিলের কপি; ৮. মজুদ মালের বিবরণ: ৯. জরিপ প্রতিবেদন |
ঋণের আবেদন ফি: ১০০/- (একশত) টাকা এ্যাপ্রাইজাল ফি: ঋণের ০.৫% ঝুঁকি নিরসন বীমা: ১% প্রাপ্তিস্থানঃ উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তার কার্যালয়। |
৫-৭ দিন |
পরিচালক/বিভাগীয় প্রধান/যুগ্ম পরিচালক , মাঠ পরিচালন, প্রধান কার্যালয় উপ পরিচালক (সংশ্লিষ্ট) উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা হিসাব কর্মকর্তা দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তা |
৯ |
বীমা সুবিধা প্রাপ্তিতে সহায়তা প্রদান |
১. বীমা সুবিধা সম্পর্কে সুফলভোগীদের অবহিতকরণ; ২. বীমা সুবিধা প্রাপ্তির আবেদন পূরণ; ৩. ঋণ চলাকালীন সুফলভোগী অথবা তার স্বামীর মৃত্যু হলে ঋণের অবশিষ্ট পাওনা টাকা মওকুফ; ৪. মৃত সুফলভোগী অথবা তার স্বামীর সৎকারের জন্য ৫. পরিবারের সদস্যদের ১০০০/- টাকা নগদ প্রদান। ৬. বীমার পরিমান (হার): প্রতি হাজারে ১০ টাকা (ক্ষুদ্র ঋণ) ৭. প্রতি হাজারে ৫ টাকা (সেল্প ঋণ)। |
১) বীমা ফরম |
বিনামূল্যে প্রাপ্তিস্থানঃ উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তার কার্যালয়। |
ঋণ চলাকালীন পর্যন্ত |
উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা হিসাব কর্মকর্তা সংশ্লিষ্ট মাঠ সংগঠক/মাঠ কর্মকর্তা |
১০ |
আয় উৎসারী প্রশিক্ষণকার্যক্রম আয়োজন |
সুফলভোগী সদস্যদের দক্ষ মানব সম্পদে রূপান্তরের জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান। যেমন- ১. আয় উৎসারী বিভিন্ন কর্মকান্ডে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ; ২. প্যারাটেক মৌলিক/আপগ্রেডিং প্রশিক্ষণ; ৩. নেতৃত্ব বিকাশ ও সামাজিক উন্নয়নমূলক উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ; ৪. সাপ্তাহিক প্রশিক্ষণ ফোরাম; ৫. ভ্রাম্যমাণপ্রশিক্ষণদলেরকার্যক্রম সুফলভোগী সদস্যদের প্রশিক্ষণ প্রক্রিয়া- ১. আইজিএ ভিত্তিক সদস্য বাছাই; ২. নির্বাচিত সদস্যদের তালিকা প্রস্তুত; ৩. প্রশিক্ষণের নির্ধারিত দিনে প্রশিক্ষণ হলে প্রশিক্ষণার্থীদের ৪. অভ্যর্থনা প্রদান ও রেজিষ্ট্রেশন; ৫. আইজিএ ভিত্তিক অভিজ্ঞ প্রশিক্ষক দ্বারা প্রশিক্ষণ প্রদান; ৬. প্রশিক্ষণার্থীদের আপ্যায়ন; ৭. (প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ ভাতা ও যাতায়াত খরচ প্রদান করা হয়)। |
১. আবেদনপত্র ; ২. রেজিষ্ট্রেশন ফরম; ৩. রেজিষ্ট্রার; |
রেজিষ্ট্রেশন ফিঃ 10/-টাকা |
আয় উৎসারি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ: ৩ দিন নেতৃত্ব বিকাশ প্রশিক্ষণ : ২ দিন প্যারাটেক মৌলিক/আপগ্রেডিং প্রশিক্ষণ: ৭ দিন |
উপপরিচালক এসএডি (মনিটরিং) এসএডি (সেল্প) মোবাইল নম্বর: 01711404669 ই-মেইল: pdbftha@gmail.com
|
১১ |
সৌর বিদ্যুতায়িত সড়কবাতির মাধ্যমেপল্লীরসড়ক ও জনপদ আলোকিতকরণ |
সরকারি প্রকল্প (এডিপি ও বিসিসিটি’র অর্থায়নে): ১. সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপনের জন্যস্থাননির্বাচন ২. সৌর বিদ্যুতায়িত সড়কবাতি স্থাপন। |
১. সরকারি প্রকল্পের জন্য- ২. আবেদনপত্র (ব্যক্তির ক্ষেত্রে) প্রাপ্তি স্বীকারপত্রে স্বাক্ষর |
বিনামূল্যে প্রাপ্তিস্থানঃ উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তার কার্যালয়। |
১০-১৫ দিন |
উপপরিচালক এসএডি (মনিটরিং) এসএডি (সেল্প) মোবাইল নম্বর: 01711404669 ই-মেইল: pdbftha@gmail.com |
১২ |
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস আয়োজন |
বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন করা হয়। যেমন- ১. স্বাধীনতা দিবস; ২. বিজয় দিবস; ৩. জাতীয় শোক দিবস; ৪. আন্তর্জাতিক মাতৃভাষা দিবস; ৫. আন্তর্জাতিক নারী দিবস; ৬.জাতীয় শিশু দিবস; .৭. সেবা মাস; ৮. পিডিবিএফ এর প্রতিষ্ঠা বার্ষিকী। সেবা প্রদান পদ্ধতি- ১.বিভিন্ন দিবস পালনে সুফলভোগীদের আমন্ত্রণ জানানো হয়; ২. র্যালি ও আলোচনায় সুফলভোগীদের অংশগ্রণে উৎসাহিত করা হয়; ৩. আপ্যায়নের ব্যবস্থা করা হয়। |
সংশিষ্টনির্দেশনাওপত্রাদি |
সেবার মূল্য: বিনামূল্যে স্থান: জেলা/ উপজেলা কার্যালয় |
নির্দিষ্টদিবস |
উপপরিচালক এসএডি (মনিটরিং) এসএডি (সেল্প) মোবাইল নম্বর: 01711404669 ই-মেইল: pdbftha@gmail.com
|
১৩ |
উন্নয়ন মেলা, তথ্য প্রযুক্তি মেলাসহ বিভিন্ন সরকারি মেলায় সুফলভোগীদের উৎপাদিত পণ্য প্রদর্শণীতে সহায়তা প্রদান |
১. মেলায় স্টল বরাদ্দ প্রাপ্তিতে সহায়তা; ২. স্টল সাজসজ্জায় সহায়তা প্রদান; ৩. উৎপাদিত পণ্য প্রদর্শনীতে সহায়তা; ৪. উৎপাদিত পণ্য বিক্রয় ও বিপণনে সহায়তা; ৫. উৎপাদিত পণ্য মূল্যায়ন ও পুরস্কার প্রাপ্তিতে সহায়তা প্রদান; ৬. পণ্য উৎপাদনে ও মার্কেট লিংকেজ তৈরীতে সহায়তা প্রদান |
১) মেলায় স্টল বরাদ্দপত্র ও আনুষঙ্গিক পত্রাদি প্রাপ্তিস্থান: জেলা/ উপজেলা কার্যালয় |
সেবার মূল্য: বিনামূল্যে |
সরকারী নির্দেশনা অনুযায়ী |
পিডিবিএফ এর প্রধান কার্যালয়/ আঞ্চলিক কার্যালয়/ উপজেলা কার্যালয়ের কর্মকর্তাগণ ও আমন্ত্রিত অতিথিগণ |
১৪ |
জনগণের সুবিধার্থে পিডিবিএফ এর নাগরিক সেবা সম্পর্কিত তথ্য ওয়েবসাইটে প্রকাশ |
১. অভিষ্ট জনগোষ্ঠীর সুবিধার্থে পিডিবিএফ এর সেবা প্রদান প্রতিশ্রুতির (সিটিজেন চার্টার) নাগরিক সেবা সম্পর্কিত তথ্য অফিস প্রাঙ্গনে প্রদর্শন; ২. অভিষ্ট জনগোষ্ঠীর সুবিধার্থে পিডিবিএফ এর সেবা প্রদান প্রতিশ্রুতির (সিটিজেন চার্টার) নাগরিক সেবা সম্পর্কিত তথ্য পিডিবিএফ এর ওয়েবসাইটে (www.pdbf.gov.bd) প্রকাশ। |
- |
সেবার মূল্য: বিনামূল্যে |
সার্বক্ষনিক |
পরিচালক/ বিভাগীয় প্রধান, প্রশাসন, পিডিবিএফ, প্রধান কার্যালয় যুগ্মপরিচালক, তথ্য প্রযুক্তি শাখা, সহকারী প্রোগ্রামার, তথ্য প্রযুক্তি শাখা, প্রধান কার্যালয়। মোবাইল নং: ০১৭১১ ৪০৪৬৭৫ ই-মেইল: pannubd@gmail.com |
১৫ |
তথ্য অধিকার আইনের আওতায় তথ্যপ্রদান |
সরাসরি/লিখিত/ই-মেইলের মাধ্যমে |
আবেদনপত্র/ওয়েবসাইট |
প্রতিপৃষ্ঠা 2/-টাকা হারে/বিধি মোতাবেক |
তথ্যঅধিকারআইন মোতাবেক |
মো: জাকির হোসেন, ভারপ্রাপ্তউপপরিচালক, মানবসম্পদব্যবস্থাপনা মোবাইল নং: ০১৭১৭ ১৭৫৬৪৭ ই-মেইল: jakirpdbf1973@gmail.com |
২.২ প্রাতিষ্ঠানিক সেবা:
ক্রম |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (নাম, পদবি, ফোন ও ইমেইল) |
১ |
বার্ষিক কর্মপরিকল্পনা সম্মেলন (Annual planning conference) |
১. সঠিকভাবে কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য অঞ্চল পর্যায়ে বার্ষিক কর্মপরিকল্পনা কর্মশালার আয়োজন; ২. বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়নে দিকনির্দেশনা প্রদান; ৩. অর্থ বছরে প্রতিষ্ঠানের লক্ষ্য/ উদ্দেশ্য সম্পর্কে ধারনা প্রদান; ৪. লক্ষ্য/উদ্দেশ্য পূরণে করণীয় ও লক্ষ্যমাত্রা নির্ধারণে বিবেচ্য বিষয় সম্পর্কে আলোচনা। |
১) বার্ষিক কর্মপরিকল্পনা কর্মশালার সূচি প্রণয়ন; ২)বার্ষিক কর্মপরিকল্পনা কর্মশালায় অংশগ্রহণের জন্য পত্র প্রেরণ। (প্রধান কার্যালয়/ অঞ্চল পর্যায়ে) |
- |
০১-০২ দিন (প্রধান কার্যালয়/ অঞ্চল পর্যায়ে) |
১) সংশ্লিষ্ট অঞ্চলের উপপরিচালক; ২) মানব সম্পদ উন্নয়ন শাখা/নীতি ও পরিকল্পনা শাখা;
|